Friday, May 22

কানাইঘাটে আরো ৫ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাটে একদিনে সর্বোচ্চ নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ১০ জনে দাঁড়িয়েছে। 
আজ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর টিএইচও ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদ জানান, করোনায় যে পাঁচজন আক্রান্ত হয়েছেন যাদের রিপোর্ট পজেটিভ এসেছে তারা হলেন উপজেলার পশ্চিম সর্দারমাটি গ্রামের ফরহাদ (১৮), দর্জিমাটি গ্রামের মিজান (১৬), ব্রাহ্মণগ্রাম গ্রামের জাকির (১৮), পৌরসভার রায়গড় গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের মা-মণি ডায়গনষ্টিক সেন্টারের দ্বীপ চৌধুরী (২৭) ও ডালাইচর গ্রামের সাখাওয়াত হোসেন। 

তাদের প্রত্যেকের নমুনা পূর্বে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নেয়া হয়। 

অনেকটা অসচেতনতা ও ঢালাওভাবে চলাফেরার কারনে করোনার প্রাদুর্ভাব কানাইঘাটে দিন দিন ছড়িয়ে পড়েছে বলে অনেকে মনে করেন।

কানাইঘাট নিউজ ডটকম/২২ মে ২০২০   

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়