Sunday, March 1

কানাইঘাটে বর্ণাঢ্য আয়োজনে বীমা দিবস পালিত

কানাইঘাট নিউজ ডেস্ক:
‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রথম জাতীয় বীমা দিবস পালন করা হয়।

রবিবার (১মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদের চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের হল রুমে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলামের পরিচালনায় ও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: জোনাল ইনচার্জ এড: মো: আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বারিউল করিম খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফাইরষ্ট কোম্পানী লি: কানাইঘাটের ভাইস প্রেসিডেন্ট মো: এখলাছুর রহমান, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: কানাইঘাটের সহকারী ভাইস প্রেসিডেন্ট নির্মলেন্দু বাড়ৈ, প্রাইম ইন্সুরেন্স কোম্পানী লি: ডা: আ. খ. ম মইনুল ইসলাম, মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড’র শামীম আহমদ, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: নজরুল ইসলাম, যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড’র জাকির হুসেন ও ডালিম আহমদ, সান লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: হেলাল আহমদ হেলালী, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: জেলা কো-অর্ডিনেটর (ভিসি) সুহেল আহমদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোয় প্রত্যেক পরিবারের সদস্যরা জন্মের পরই বীমার আওতাভূক্ত হয়। মার্চ মাসে মুজিববর্ষের জন্মশত বার্ষিকী শুরু। আমাদের জাতির পিতা এই মাসে ১৯৬০ সালে তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানীতে যোগদান করেছিলেন। এ দিনটিকে স্মরণ করে গত ১৫ জানুয়ারী অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি: এর ৪জন বীমা গ্রাহকের মরোণত্তর চেক হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়