Tuesday, March 17

মুজিববর্ষে কানাইঘাট উপজেলা যুবলীগের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কানাইঘাট আওয়ামী যুবলীগের উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৮টায় উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পন, বাদ যোহর কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ, দোয়া ও শিরনি বিতরণ করা হয়। বিকেল ৩টায় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল হেকিম শামীম, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক এস.এম মাহবুবুল আম্বিয়া, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা রাসেল, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন, মামুন রশিদ, আব্দুল্লাহ, হাসনাত আল মুতি, গিয়াস উদ্দিন, কামরুল ইসলাম, ফেরদৌস আহমদ, দেলোয়ার হোসেন দুলু, সুফিয়ান আহমদ প্রমুখ।

কানাইঘাট নিউজ ডটকম /১৭ মার্চ ২০২০


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়