Monday, March 9

কানাইঘাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সভা

নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা সোমবার দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালা উৎসব মূখর পরিবেশে কানাইঘাটে উদযাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্তের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে ২১বার তোপধ্বনি,জাতীয় পতাকা উত্তোলন ও প্রশাসন চত্বরে রাখা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,দিনভর সাংস্কৃতিকসহ অন্যান্য অনুষ্ঠানমালা এবং আতশ বাজি সহ নানা অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান,সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম,কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম,ই্উপি চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা,মাসুদ আহমদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীন রেজা ফরাজী,ডাঃ আবুল হারিছ,ডাঃ মহসিন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,এনজিও কর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

কানাইঘাট নিউজ ডটকম/০৯মার্চ ২০২০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়