নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে পিকআপের ধাক্কায় ৭ মাসের
অন্তঃসত্ত্বা সুমাইয়া বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি পৌরসভার
শ্রীপুর গ্রামের শাহিদ উদ্দিনের স্ত্রী। তাদের মাহদিয়া বেগম (৭) ও জুনেদ
আহমদ (৪) নামে দুই সন্তান রয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে কানাইঘাট পৌরসভার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সুমাইয়া বেগম তার শাশুড়ির সাথে
বাড়ির পাশের ধানের খলায় চাল পরিষ্কার করছিলেন। এ সময় একই গ্রামের আব্দুল
মালিক কুটির ছেলে অটোরিকশা চালক শাহিন আহমদ (২৬) খোলা মাঠে পিকআপ চালাতে
গিয়ে এক পর্যায়ে সুমাইয়া বেগমকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লুটিয়ে
পড়েন সুমাইয়া বেগম। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুমাইয়া বেগমের স্বামী শাহিদ উদ্দিন
বলেন, এটি কোন সড়ক দুর্ঘটনা নয়। ফাটাহিজল গ্রামের আব্দুল মুছব্বিরের ছেলে
রুবেল আহমদ (২৫) এর গাড়ি দিয়ে অটোরিকশা চালক শাহিন চালাতে যায়। আর এতেই এ
দুর্ঘটনা ঘটে।
কানাইঘাট থানার এসআই আবু কাউছার বলেন,
পিকআপ গাড়ীর মালিক ও দুই চালকের পরিচয় সনাক্ত করা হয়েছে। তাদের আটক করতে
পুলিশ অভিযান চালাচ্ছে।
কানাইঘাট নিউজ ডটকম/২৫ জানুয়ারি ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
আফসোস
ReplyDelete