Thursday, January 23

কানাইঘাটে বিভিন্ন অনুষ্ঠানে মহানগর আ.লীগের সভাপতি মাসুকের যোগদান


নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ কানাইঘাটে   বিভিন্ন সামাজিক   অনুষ্ঠানে যোগদান   করেছেন।   

বৃহস্পতিবার   সকালসাড়ে ১১টায়   মাসুক   উদ্দিন   আহমদ   কানাইঘাট  পৌরসভার ৯নং  ওয়ার্ড  আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক রফিক আহমদের আমন্ত্রণে তার বিষ্ণুপুরস্থ নিজ বাড়ীতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করে  দলীয় নেতাকর্মীসহ  বিশিষ্ট  জনদের সাথে  মতবিনিময় করেন।  
 এ  সময়  সেখানে উপস্থিত   ছিলেন,   উপজেলা   পরিষদের   চেয়ারম্যান   আব্দুল   মুমিন   চৌধুরী,   উপজেলা   আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাবেকযুগ্ম   আহবায়ক   রফিক   আহমদ,   উপজেলা     আওয়ামী লীগের   সাংগঠনিক   সম্পাদক   আব্দুল   হেকিম শামীম,   আওয়ামী লীগ   নেতা   মুফিজুর   রহমান   বাবলু,   জকিগঞ্জ   উপজেলা   আওয়ামী লীগের   সম-বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম, কানাইঘাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন,পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, জেলা স্বেচ্ছা সেবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাবেক আহবায়ক আজমল হোসেন, ৯নংওয়ার্ড   আওয়ামী লীগের   সভাপতি   মামুন   রশিদ   চৌধুরী,   পৌর   কাউন্সিলর   সাহাব   উদ্দিন,   সাবেক কাউন্সিলর   হাবিব   আহমদ,   কানাইঘাট   প্রেসক্লাবের   সহ   সভাপতি   আব্দুন   নূর,   সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,  দপ্তর সম্পাদক  মুমিন রশিদ,  সাহিত্য ও প্রকাশনা সম্পাদক  শাহিন আহমদ, উপজেলা  যুবলীগের   সিনিয়র   সদস্য   আব্দুল্লাহ   আল  মুমিন, আওয়ামী লীগ  নেতা   সাইফুল আলম,   জমির   উদ্দিন,   সমাজসেবী   আব্দুস   সালাম  খারই,   মাওঃ  নিজাম   উদ্দিন, আওয়ামী লীগ   নেতা বাবুল আহমদ মহরী, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মহরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আহমেদুল কবির মান্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি আখতার হোসেন,কানাইঘাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা রুমেল, ইমরানসহ   আওয়ামী লীগ   সহযোগী   সংগঠনের   নেতাকর্মী   সহ   এলাকার   গণ্যমান্য   ব্যক্তিবর্গ   উপস্থিতছিলেন। 

এর আগে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ অসুস্থ্ কানাইঘাটউপজেলা আ’লীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীবিদ জমির উদ্দিন প্রধানকে তার নিজ বাড়ী নিজ   চাউরা   গ্রামে   দেখতে   যান।   এ   সময়   তিনি   অসুস্থ্  এ   আওয়ামীলীগ   নেতার   সুস্বাস্থ্যকামনা সহ তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিরউদ্দিন প্রধানের চিকিৎসার জন্য অনুদান প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

এরপর বিকেল ২টায় মাসুক উদ্দিন আহমদ কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তানকমান্ডের সভাপতি তাজ উদ্দিনের ছোট ভাইয়ের বিবাহ অনুষ্ঠানে অংশ গ্রহন করে দলীয় নেতাকর্মীসহ উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

কানাইঘাট নিউজ ডটকম/২৩ জানুয়ারি ২০২০


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়