Saturday, January 25

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি,সাংবাদিক বুলবুল

কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বলেছেন, প্রবাসীরা হচ্ছেন দেশের উন্নয়নের চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে দেশের উন্নয়নের চাকা সচল হচ্ছে। এমনকি ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের সময় বহিবিশ্বে প্রবাসীরা দেশের স্বাধীনতার পক্ষে আর্ন্তজাতিক জনমত তৈরিতে বড় ধরনের ভূমিকা পালন করেছিলেন। প্রবাসে থেকেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশীয় সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি খেলাধূলা সহ দেশের প্রতিটি ভালো কাজে অবদান রেখে যাচ্ছেন। 

মালয়েশিয়া সফররত শাহজাহান সেলিম বুলবুল গত শুক্রবার সেখানে প্রবাসী ফ্রেন্ডস ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 

প্রবাসী ফ্রেন্ডস ফুটবল ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং জাবের আহমদ ও আকিল হাসানের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা আরিফুল ইসলাম সুজন, হাজী শফিকুল হক, আলী হোসেন। 

স্বাগত বক্তব্য রাখেন, মিসবাহুল করিম। বক্তব্য রাখেন, সুলতান মনসুর, আব্দুর রাজ্জাক, রুবেল আহমদ বিজয়, জাহিদ আহমদ, সুলতান আহমদ, ইসমাঈল মিয়া, শাহীন আহমদ, জাকির আহমদ প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন মিলন শেখ। 

ফাইনাল খেলায় বিজয়ী সুপার ষ্টার ক্লাবের খেলোয়াড়দের প্রথম পুরস্কার ট্রফি এবং রানার্সআপ বিজয়ী এফ সি বার্সেলোনা ক্লাবের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও ম্যান অব দ্যা ম্যাচ শরিফুল ইসলামের হাতে ট্রফি তুলে দেয়া হয়। জানা গেছে, আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত শাহজাহান সেলিম বুলবুল মালয়েশিয়ায় অবস্থান করে সেখানকার কানাইঘাটে বসবাসরত প্রবাসী সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত একাধিক অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়