Tuesday, October 15

শিশু তুহিন হত্যায় দুই স্বজনের জবানবন্দি

সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিনকে গলা, কান ও পুরুষাঙ্গ কেটে এবং পেটে ছুরি ঢুকিয়ে হত্যায় দুই স্বজন আদালতে জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে তাদের সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালেদ মিয়ার আদালতে হাজির করা হয়। এ সময় গণমাধ্যম কর্মীদের সরিয়ে দেয় দেয়া হয়।
ভারপ্রাপ্ত এসপি মিজানুর রহমান জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই দুইজনের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে শিগগিরই হত্যাকাণ্ড ও মামলা সংক্রান্ত বিষয় নিয় সংবাদ সম্মেলন করা হবে।
মিজানুর রহমান আরো জানান, হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শিশু তুহিনের বাবা-চাচাসহ সাতজনকে আটক করা হয়েছিলো। তাদের মধ্য থেকেই দুইজনকে জবানবন্দির জন্য আদালতে হাজির করা হয়েছে। বাকিরা এখনো আটক রয়েছে।
রোববার রাতে তুহিনকে গলা, দুই কান ও পুরুষাঙ্গ কেটে হত্যা করা হয়। পরে তার পেটে দুটি ছুরি ঢুকিয়ে মরদেহ বাড়ির পাশের একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। সোমবার সকালে তার মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়