Sunday, October 13

জাপানে টাইফুন হাগিবিসের তান্ডবে নিহত ১১

জাপানে টাইফুন হাগিবিসের তান্ডবে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছে আরো অন্তত ১৫ জন। দেশটির কর্তৃপক্ষ বলছে গত ৬০ বছরের মধ্যে জাপানে এটিই সবচেয়ে ভয়াবহ ঝড়।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭ টায় হাগিবিস আঘাত হানে। 
এরইমধ্যে টাইফুনের প্রভাবে জাপানে ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্থবির হয়ে পড়েছে দেশটির রাজধানী টোকিও। টাইফুনের প্রভাবে দেশটিতে ২২৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৬০ হাজার বাড়ি।
জাপানের ‘রেড এলাট’ এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। দেশজুড়ে নজিরবিহীন ঝড় ও বৃষ্টি ও ভূমিধসে নাকাল গোটা দেশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়