Wednesday, September 4

জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা নির্ধারণে চিঠি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতা নির্ধারণ করতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছে দলটি।

মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টির ৬ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল স্পিকারের কার্যালয়ে চিঠি দেয়। তবে স্পিকার দেশের বাইরে থাকায় এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে বিরোধী দলীয় নেতার আসনটি শূন্য হয়। একাদশ সংসদ গঠিত হবার পর জিএম কাদেরকে বিরোধী দলীয় উপনেতা করা হয়েছিল। পরে তার পরিবর্তে রওশন এরশাদকে বিরোধী দলীয় উপনেতা করা হয়।
এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির রওশন গ্রুপ আর জিএম কাদের গ্রুপ বিরোধী দলীয় নেতা নির্ধারণে উঠে পড়ে লাগে। অবশেষে জিএম কাদেরকেই বিরোধী দলীয় নেতা করার প্রস্তাব করা হয়। একাদশ সংসদে জাতীয় পার্টির সংরক্ষিতসহ মোট ২৫ জন সংসদ সদস্য রয়েছেন। অন্যদিকে এরশাদের মৃত্যুতে একটি আসন শূন্য রয়েছে।
বিরোধী দলীয় নেতা নির্ধারণের চিঠিতে জাতীয় পার্টির ১৫ জন এমপির স্বাক্ষর রয়েছে। অনেকটা গোপনীয়ভাবে এ চিঠি দেয়া হয়।
স্পিকারের দফতরে চিঠি দিতে যান দলের প্রেসিডিয়াম সদস্য ও এমপি কাজী ফিরোজ রশীদ, শামীম হায়দার পাটোয়ারী, আহসান আদেলুর রহমান, নাজমা আক্তারসহ ৬ সদস্যের প্রতিনিধিদল।
প্রতিনিধি দলে থাকা একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে রওশন এরশাদও বিরোধী দলীয় নেতা হতে চান এমন গুঞ্জন রয়েছে। 
রওশন পন্থী বলে পরিচিত প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম চিঠি পাঠানো প্রসঙ্গে বলেন, এমন একটি খবর শুনেছি। তবে এটা কোনো পদ্ধতি হলো না। নিয়ম হচ্ছে, পার্লামেন্টারি বোর্ডের মিটিং হবে। সেখানে চূড়ান্ত হবে। পথে কারো দেখা পেলাম, স্বাক্ষর চেয়ে নিলাম, এটা হতে পারে না।
এদিকে দুপুরে সাংবাদিক সম্মেলনে জি এম কাদের বলেছিলেন, বিরোধী দলীয় নেতার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ৮ তারিখের আগে সিদ্ধান্ত নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়