অকালে চুল ঝরে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। টাক মাথায় চুল গজানোর জন্য অনেকেই অনেক কিছু করে থাকেন। কিন্তু এতে কোন লাভ হয় না। আর মাথায় চুলের পরিমাণ কমে গেলে দেখতেও বেশি বয়স্ক লাগে।
এক্ষেত্রে বিভিন্ন প্রসাধনী ব্যবহার না করে
মাথায় চুল গজানোর সহজ ও প্রাকৃতিক কৌশল কাজে লাগানো উত্তম। এক্ষেত্রে একটি
বিশেষ ঘরোয়া মিশ্রণ মাত্র ১৪ দিনেই মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে।
পাশাপাশি এই মিশ্রণ স্বাস্থ্যের সামগ্রিক উন্নতিও ঘটাবে। চলুন তবে জেনে
নেয়া যাক সেই মিশ্রণটি তৈরি ও ব্যবহার পদ্ধতি-
যা যা লাগবে
২০০ গ্রাম তিসি তেল, ৪টি পাতি লেবু, ১ কেজি মধু, ৩টি রসুনের কোয়া।
২০০ গ্রাম তিসি তেল, ৪টি পাতি লেবু, ১ কেজি মধু, ৩টি রসুনের কোয়া।
মিশ্রণটি তৈরি পদ্ধতি
প্রথমে রসুন আর পাতি লেবু ছোট ছোট টুকরো করে এক সঙ্গে বেটে নিন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তারপর তিসি তেল ও মধু মিশ্রণটির সঙ্গে মিশিয়ে দিন। এবার সেই মিশ্রণ একটি পাত্রে নিয়ে ফ্রিজে রেখে দিন। ব্যস, ম্যাজিক মিশ্রণ তৈরি।
প্রথমে রসুন আর পাতি লেবু ছোট ছোট টুকরো করে এক সঙ্গে বেটে নিন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তারপর তিসি তেল ও মধু মিশ্রণটির সঙ্গে মিশিয়ে দিন। এবার সেই মিশ্রণ একটি পাত্রে নিয়ে ফ্রিজে রেখে দিন। ব্যস, ম্যাজিক মিশ্রণ তৈরি।
মিশ্রণটি সেবন পদ্ধতি
দিনে তিনবার খাওয়ার আধা ঘণ্টা আগে ফ্রিজ থেকে বের করে মিশ্রণটি এক চা চামচ পরিমাণ খেয়ে নিন। তারপর আবার মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। এই মিশ্রণের ফল পেতে ১৪ দিনের বেশি সময় লাগবে না। এর মধ্যেই টাকে চুল গজাতে শুরু করবে। তাছাড়া এই মিশ্রণটি খেলে বাড়বে চোখের দৃষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা।
দিনে তিনবার খাওয়ার আধা ঘণ্টা আগে ফ্রিজ থেকে বের করে মিশ্রণটি এক চা চামচ পরিমাণ খেয়ে নিন। তারপর আবার মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। এই মিশ্রণের ফল পেতে ১৪ দিনের বেশি সময় লাগবে না। এর মধ্যেই টাকে চুল গজাতে শুরু করবে। তাছাড়া এই মিশ্রণটি খেলে বাড়বে চোখের দৃষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা।
খবর বিভাগঃ
স্বাস্থ্য
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়