Tuesday, September 17

অসাধারণ এক স্ন্যাপশট, চিত্রগ্রাহকের সময় লেগেছে ২ ঘণ্টা

ফিচার ডেস্ক 

একটি কাঠবেড়ালি একটি হলুদ রঙের ডেইজি ফুলের ঘ্রাণ নিচ্ছে আর ভাবছে খাওয়ার উপযুক্ত কিনা। কিংবা এর স্বাদই বা কেমন হতে পারে। চমৎকার এই স্ন্যাপশটে যে কারো চোখ আটকে যাওয়া স্বাভাবিক।  

অসাধারণ এই ছবিটি তুলেছেন নেদারল্যান্ডসের ছবিয়াল ডিক ভ্যান ডুজন। ছবিটি তুলেছেন অস্ট্রিয়ার ভিয়েনা থেকে। 
তিনি বলেন, ছবিটি তোলার জন্য আমাকে ২ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। তুলতে হয়েছে ২০০টি ছবি। 
ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি হলুদ রঙের ডেইজি ফুলের ঘ্রাণ নিতে সেটির দিকে ক্রমশ: এগিয়ে যাচ্ছে একটি মেঠো কাঠবিড়ালি (গ্রাউন্ড স্কুইরেল)। এর পর সেটিকে সে ধরে এবং নিজের মুখে লাগিয়ে নেয়। এর পর সে চোখ বন্ধ করে এমন ভাবে যা দেখে মনে হয় ফুলটির খুশবুতে মাতোয়ারা কাঠবিড়ালিটি । পরে সে ফুলটিতে কামড়ানোর প্রস্তুতি নেয়। 
ছবিয়াল ডিক ভ্যান ডুজন বলেন, আমি দেখলাম কাঠবিড়ালিটি ফুলটির গন্ধ নেয়া শুরু করলো। সে এক অসাধারণ দৃশ্য! আমি সত্যিই আনন্দিত এমন একটি ছবি তুলতে পারার জন্য। অস্ট্রিয়াতে গিয়েছিলাম মূলত: এই মেঠো কাঠবিড়ালির ছবি তোলার জন্য। এমন দৃশ্য দেখাও যেন পূণ্যের আর আনন্দদায়ক তো অবশ্যই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়