Monday, September 30

নুসরাত হত্যার রায় ২৪ অক্টোবর

ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় ২৪ অক্টোবর।

সোমবার দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ দিন ধার্য করেন।
আদালতের পিপি অ্যাডভোকেট হাফেজ আহমেদ জানান, সোমবার রাষ্ট্রপক্ষ থেকে মামলার সার্বিক আইনি ব্যাখ্যা দেয়া হয়েছে। অপরাধ প্রমাণ হয়েছে। আশা করি, আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে।
নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, নুসরাতকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। আশা করছি, আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবে।

সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ২৭ মার্চ নিজ কক্ষে ডেকে নুসরাতের শ্লীলতাহানি করেন। ওই ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তারের করা মামলায় সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে পুলিশ।
বিভিন্নভাবে হুমকি দেয়ার পরও মামলা তুলে নে নেয়ায় ৬ এপ্রিল সকালে মাদরাসার পাশের ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে অধ্যক্ষের অনুসারীরা। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নুসরাত। ৮ এপ্রিল ওই ঘটনায় মামলা করেন নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান।
১০ জুন আদালত মামলাটি আমলে নিয়ে বিচারকাজ শুরু করে। এ মামলায় ২০ জুন অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৭ জুন বিচার কাজ শুরু হয়। ৮৭ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় বিচার কাজ।
সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়