ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেয়াসহ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে দলটির নেতারাও যুক্ত থাকবেন।
শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী
লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ
বাস্তবায়ন ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করণে এক জরুরি সভায় এই
সিদ্ধান্ত হয়।
সভায় বিশেষজ্ঞ চিকিৎসক নেতাদের সঙ্গে আওয়ামী
লীগের নেতারা মতবিনিময় করেন। এ সময় ডেঙ্গু সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা
হয়। পাশাপাশি সারাদেশে ডেঙ্গু রোগীদের সর্বাত্মক সহযোগিতা ও সর্বোচ্চ
চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিমত নেয়া হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল
কাদেরের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক
মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক
বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম,
স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ
সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,
কার্যনির্বাহী সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন প্রমুখ।
চিকিৎসক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক
স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন
(বিএমএ)-এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহীউদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব
অধ্যাপক কামরুল হাসান খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল
হাসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান,
বিএমএ’র সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, স্বাচিব-এর যুগ্ম-সাধারণ
সম্পাদক প্রফেসর উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল
প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান
ভূইয়া, ডা. বদীউজ্জামান ভূইয়া ডাবলুসহ বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও
জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্যরা।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়