নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪’তম শাহাদ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এবং ডেঙ্গু প্রতিরোধে নবগঠিত কানাইঘাট উপজেলা মহিলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভা শনিবার বিকেল ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনের অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য ফাতেমা বেগমের পরিচালনায় উপস্থিত সভায় বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি মহিলা কাউন্সিলর আছমা বেগম, ইউপি সদস্যা জাহানারা বেগম, ফাহেরা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক শেলী বেগম, সাংগঠনিক সম্পাদক মারজিয়া আক্তার পপি, সিরাজুন নেছা, দপ্তর সম্পাদক স্বপ্না রানী দাস, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দিপ্তীরানী, প্রচার সম্পাদক ইউপি সদস্যা জয়তুন নেছা, কোষাধ্যক্ষ ডাক্তার হাবিবা ফেরদৌস, সদস্য সাহেনা বেগম, বিউটি রানী নাথ, হোসনা বেগম, খয়রুন নেছা প্রমুখ।
প্রস্তুতি সভায় ১৫ই আগষ্ট জাতির জনকের শাহাদৎ বার্ষিকী শোকাবহ পরিবেশে পালনের লক্ষ্যে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভা সহ দিনব্যাপী কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় ডেঙ্গু প্রতিরোধে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জন সচেতনা মূলক কার্যক্রম হাতে নেওয়া হয়।
কানাইঘাট নিউজ ডটকম/৩আগস্ট ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়