Wednesday, August 21

উত্তাল কাশ্মীর, পুলিশসহ নিহত ২

উত্তাল জম্মু ও কাশ্মীরে সংঘর্ষের ঘটনায় এক পুলিশসহ দু’জন নিহত হয়েছেন। ভারতের সংবিধানে সেখানকার বিশেষ মর্যাদা রদের পর প্রথমবারের মতো এ হতাহতের ঘটনা ঘটল। স্থানীয় এক দৈনিক এ তথ্য জানিয়েছে। 

বুধবার উপত্যকার উত্তরাঞ্চলে বারামুল্লা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় দৈনিক জানিয়েছে, ওই এলাকায় অভিযান চালালে বিক্ষোভকারীদের একজন পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায়। 
এতে আরো বলা হয়, গ্রেনেড হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলেই বিক্ষোভকারীদের একজন নিহত হন।  আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে নিলে একজনের মৃত্যু হয়। 
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, সেখানকার স্বাধীনতাকামীরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। 
এদিকে ভারত সরকারের এ সিদ্ধান্তে শ্রীনগরসহ বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। পরিস্থিতি সামাল দিতে সেখানে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করেছে ভারত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়