পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতে উগ্র হিন্দুপন্থী নামে পরিচিত সংগঠন আরএসএস ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুলের কারণে কাশ্মীরিরা স্বাধীনতার সুযোগ পাবে।
কাশ্মীর নিয়ে জাতির উদ্দেশে সোমবার ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি কাশ্মীরের নানা সমস্যা ও কাশ্মীরিদের স্বাধীনতা নিয়ে কথা বলেন। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৬টার দিকে এ ভাষণ দেন।
তিনি বলেন, কাশ্মীর সমস্যা এখন আর কোনো দ্বিপাক্ষিক সমস্যা নয়। এটি এখন আন্তর্জাতিক সমস্যা।
ইমরান খান বলেন, আমরা কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলের নজর কাড়তে পেরেছি; এটাই বড় সাফল্য। আমরা এটা নিয়ে জাতিসংঘে যেতে পেরেছি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়