Friday, August 16

জমিয়তের মহাসচিব কানাইঘাট আসছেন শনিবার

নিজস্ব প্রতিবেদক:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের আমীর আল্লামা নুর হোসাইন ক্বাসেমী এক সংক্ষিপ্ত সফরে কানাইঘাটে আসছেন আগামীকাল শনিবার। 

স্থানীয় ইউনিক কমউনিটি সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম কানাইঘাটের সাবেক সভাপতি জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার ৫১ বছরের শায়খুল হাদীস আল্লামা শিহাবুদ্দিন চতুলীর স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে তিনি যোগদান করবেন।
স্মরণসভায় জমিয়ত মহাসচিব ছাড়াও উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দিন, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহকারী মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মাওলানা আতাউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী।
আল্লামা শিহাবুদ্দিনের স্মরণসভা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ শফিকুল হক, সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান।
কানাইঘাট নিউজ ডটকম/১৬আগস্ট ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়