লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসীবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৪০ জন নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার ইউরোপমুখী এই নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
লিবিয়ার কোস্টগার্ডের মুখপাত্র আইয়ুব গাসিম বলেছেন, তারা এ পর্যন্ত এক শিশুসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছেন।
ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পূর্বে পশ্চিমাঞ্চলীয় শহর খোমস থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পূর্বে পশ্চিমাঞ্চলীয় শহর খোমস থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
ইউএনএইচসিআর-র একজন মুখপাত্র চার্লি ইয়াক্সলে বলেছেন, প্রায় ৪০ জন মানুষ মারা গেছেন বা নিখোঁজ রয়েছেন বলে তারা আশঙ্কা করছেন।
ভূমধ্যসাগর পাড়ি দেয়া লোকদের জন্য একটি স্বাধীন সহায়তা গ্রুপ অ্যালার্ম ফোন জানাচ্ছে, ওই নৌযানটিতে ১০০ জন অভিবাসী ছিলেন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়