হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সুরমা মেইল ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালমা আক্তার বানিয়াচংয়ের সুজাতপুরের ইয়াসিন মিয়ার স্ত্রী।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ইমরান আহমেদ জানান, সালমা আক্তার ও তার স্বামী সুরাবই গ্রামে থাকতেন। অলিপুর রেলগেইটের পাশে তাদের একটি চা-স্টল ছিল। সকাল নয়টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের অলিপুর রেল গেইটের পাশ দিয়ে মহাসড়ক পারাপারের সময় সুরমা ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
সূত্র: ডেইলি বাংলাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়