Wednesday, August 28

গানে ফিরলেন আলাউদ্দিন আলী

কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলী দীর্ঘদিন হাসপাতালে কাটানোর পর সম্প্রতি বাসায় ফিরেছেন। বাসায় ফেরার পর গান থেকে দূরে থাকতে চাইছেন না তিনি। দীর্ঘ প্রায় ৯মাস পর মঙ্গলবার সন্ধ্যায় ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই একটি গানের সুর করেছেন তিনি। 

‘মুক্তিযুদ্ধ চেতনায় দীপ্ত, পিতার পতাকা হাতে’ এমনই কথার গানটি লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। প্রয়াত কবির লেখা এই গানটির সুর করেছেন আলাউদ্দিন আলী। আর গানটির সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। গানটিতে কণ্ঠ দিয়েছেন ফারজানা আলী মিমি।
গত ২২ জানুয়ারি ফুসফুসে ইনফেকশন, নিউমোনিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ নানা রোগ নিয়ে মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি হয়েছিলেন আলাউদ্দিন আলী। ৮ এপ্রিল পর্যন্ত সেখানে চিকিৎসা চলে তার।
তবে শরীরের বাঁ অংশে সমস্যা থাকায় আরো উন্নত চিকিৎসার জন্য ফিজিওথেরাপি নিতে তাকে ভর্তি করানো হয় সাভারের সিআরপি হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে গত মাসে বাসায় ফিরেছেন আলাউদ্দিন আলী। 
সূত্র: ডেইলি  বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়