Wednesday, August 21

পদোন্নতি পেয়ে বদলী হলেন কানাইঘাটের ইউএনও তানিয়া সুলতানা


নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি   পেয়েছেন।   তাকে   মৌলভীবাজার   জেলার   অতিরিক্ত   জেলা   প্রশাসক   পদে   পদোন্নতি   করা হয়েছে।


জানা যায়, গত ২০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসণ মন্ত্রণালয়, মাঠ প্রশাসন শাখার-২ এর সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তানিয়া সুলতানাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি  করা হয়েছে।
কানাইঘাট নিউজ ডটকম/২১অাগস্ট ২০১৯
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি   পেয়েছেন।   তাকে   মৌলভীবাজার   জেলার   অতিরিক্ত   জেলা   প্রশাসক   পদে   পদোন্নতি   করা হয়েছে।
জানা যায়, গত ২০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসণ মন্ত্রণালয়, মাঠ প্রশাসন শাখার-২ এর সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তানিয়া সুলতানাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি  করা হয়েছে।
কানাইঘাট নিউজ ডটকম/২১অাগস্ট ২০১৯


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়