Wednesday, August 21

কানাইঘাটে জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক র‌্যালি


নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং২১শে আগষ্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মৃতিচারণে কানাইঘাট উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে বিশাল   শোকর‌্যালি   অনুষ্ঠিত   হয়েছে।
বুধবার   সকাল   সাড়ে   ১১টায়   পৌর   শহরস্থ   ইউনিক কমিউনিটি সেন্টারে ১৫ই আগস্টের কালো রাত্রিতে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের  এবং ২১  আগস্টের  গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে  শোকসভা   ও   মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিনের সভাপতিত্বে ও শ্রমিকলীগের  সাধারণ  সম্পাদক  জুনেদ   হাসান  জীবানের   পরিচালনায়  প্রধান   অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ।
বিশেষ  অতিথি   হিসেবে  উপস্থিত   ছিলেন,   পৌর   আওয়ামী লীগের   আহ্বায়ক   জামাল   উদ্দিন   উপজেলা আওয়ামী লীগের   যুগ্ম   আহ্বায়ক   ফারুক   আহমদ   চৌধুরী,   রিংকু   চক্রবর্তী। 
শোক   সভা   শেষে আওয়ামীলীগ   যুবলীগ,   শ্রমিকলীগ,   স্বেচ্ছাসেবকলীগ,   তাতিলীগ,   ছাত্রলীগ   সহ   সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীদের অংশগ্রহণে ইউনিক কমিউনিটি সেন্টার থেকে এক বিশাল শোকর‌্যালি কানাইঘাট বাজার ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 
শোক   সভায়   বক্তব্য   রাখেন,   উপজেলা   ছাত্রলীগের   সাবেক   আহ্বায়ক   আওয়ামী লীগের   সদস্য গিয়াস উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুন,আওয়ামী লীগ   নেতা   শাহাব   উদ্দিন।  
উপস্থিত   ছিলেন   বড়চতুল   ইউনিয়ন  আওয়ামী লীগের   সভাপতি মুবশ্বির  আলী   চাচাই,   সাতবাঁক   ইউনিয়নের   সভাপতি   হাজী   মখদ্দুছ   আলী,  সদর   ইউনিয়নের   সভাপতি হুসাইন আহমদ, দীঘিরপাড় সাবেক চেয়াম্যান আওয়ামী লীগ নেতা মুহিন চৌধুরী, বানীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সভাপতি ফখর উদ্দিন,সাতবাঁক ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুন নুর, বড়চতুল ইউনিয়ব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল আহমদ, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বানীগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা বগম, কানাইঘাট পৌরসভার কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মাসুক আহমদ, ইসলামউদ্দিন, বিলাল উদ্দিন, তাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, তমিজ উদ্দিন মেম্বার, নজির উদ্দিন প্রধান,  উপজেলা   যুবলীগের   সাবেক   যুগ্ম   আহবায়ক  নাজিম   উদ্দিন,   মীর  মোহাম্মদ   আব্দুল্লাহ,ছাড়াও  উপজেলার ৯টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে আবুল বাশার,মাহবুব  আহমদ,   জসিম  উদ্দিন, ফখরুল  ইসলাম,   দুদু মিয়া, জমির উদ্দিন, সুলেমান, ফখরুদ্দিন,জাহাঙ্গীর,   সাদেক   হোসেন   সাজু,   পান্না,   আলমগীর,   জয়নুল,   আম্বিয়া,   মামুন   রশিদ   রাজু,রিজভী, তারেক, দেলোয়ার, আবুল কাহীর, সাহেদ, আশরাফ চৌধুরী, কাওসার, রেজওয়ান এইচ মিনু প্রমুখ।            

কানাইঘাট নিউজ ডটকম/২১অাগস্ট ২০১৯ 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়