Thursday, August 15

কানাইঘাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে শোক দিবস পালন

কানাইঘাট নিউজ ডেস্ক:
১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কানাইঘাট সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন 
১।সভাপতি -এনামুল হক এনাম 
২।সহ সভাপতি ইলিয়াস আলী 
৩।শরীফ উদ্দিন 
৪।নজির উদ্দিন (প্রধান)
৫।।সাধারণ সম্পাদক আজমল হোসেন 
৬।।সাংগঠনিক -ফয়সাল আহমদ 
৭।সহ সাংগঠনিক -জাকির হোসেন
৮।সহ সাংগঠনিক নাজমুল ইসলাম 
৯।অর্থ সম্পাদক -আহমদ শরীফ
১০।সহ অর্থ সম্পাদক -শাহীন আহমদ।
১১।ছাত্র বিষয়ক-খলিলুর রহমান

১২।বনও পরিবেশ বিষয়ক- মাসুক আহমদ। 
১৩।শ্রম কর্মসংস্থান -আহমদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়