নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে একুশে টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক কানাইঘাটের কৃতি সন্তান বদরুল আলম চৌধুরী বুলবুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় ক্লাব কার্যালয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি সাংবাদিক বদরুল আলম চৌধুরী বুলবুল।
ক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এমএ হান্নান।
এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সিলেট প্রেসক্লাবের সদস্য কাওসার আহমদ, ক্লাবের সহ সম্পাদক আব্দুন নূর, কোষাধ্যক্ষ মিছবাহুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সদস্য আমিনুল ইসলাম, শাহিন আহমদ, আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, জসিম উদ্দিন, মুমিন রশিদ, তাওহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একুশে টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক বদরুল আলম চৌধুরী বুলবুল বলেন, ঈদের আনন্দ ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করে। কানাইঘাটের সাংবাদিকদের সাথে পরিচিতির মাধ্যমে যে সুসম্পর্ক সৃষ্টি হয়েছে সেটি আমি ধরে রাখার চেষ্টা করব।
তিনি আরও বলেন, মফস্বলের সাংবাদিকরা হচ্ছেন গ্রামীণ জনপদের আলোকবর্তিকা। তাদের অনুসন্ধানী মূলক লেখনীর মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বাস্তব চিত্র জাতীয় পর্যায়ে ফুটে উঠে।
তিনি কানাইঘাট প্রেসক্লাবের নানামুখী কার্যক্রমের প্রশংসা করে বলেন, এখানে এক ঝাঁক প্রবীণ-নবীন সংবাদকর্মী রয়েছেন তা সত্যি আনন্দের। তাঁদের কাছে আমাদের প্রত্যাশা সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সকল প্রকার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া।
এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের কাছে সমাজের বাস্তব চিত্র, বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কাছে তোলে ধরার আহ্বান জানান।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য জাতীয় পর্যায়ের সাংবাদিকদের নিয়ে কানাইঘাট প্রেসক্লাবে কর্মশালার আয়োজনের পাশাপাশি প্রেসক্লাবের উন্নয়নে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে বদরুল আলম চৌধুরী বুলবুলকে প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।
কানাইঘাট নিউজ ডটকম/১৪অাগস্ট ২০১৯
কানাইঘাট নিউজ ডটকম/১৪অাগস্ট ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়