Sunday, July 7

চীনা নাগরিকের চার্জার লাইটে মিলল ২৮ সোনার বার

 
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটে মধ্যে ২৮টি সোনার বারসহ চীনের এক নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

রোববার বেলা ১১টায় দুবাই থেকে (ইকে ৫৮২) ফ্লাইটে আসা ওই ব্যক্তির কাছ থেকে ৩২৫০ গ্রাম ওজনের এসব সোনার বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৬২ লাখ  ৫০ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আগত যাত্রীদের দিকে নজর রাখা হয়। এক পর্যায়ে যাত্রীকে শনাক্ত করা হয় এবং নজরদারীতে রাখা হয়। যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার কাছে সোনা আছে কিনা জানতে চাওয়া হয়। সে অস্বীকার করলে দেহ তল্লাশি করে কোনো কিছু না পেয়ে তার ল্যাগেজ স্ক্যানিংয়ে ধাতব বস্তুর সংকেত পাওয়া যায় । পরে ল্যাগেজ তিনটি চার্জার লাইটের ব্যাটারির মধ্যে এসব সোনার বার উদ্ধার করা হয়।
এসব সোনার বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে ও যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়