Friday, July 12

উজানের ঢলে কানাইঘাটের নিম্নাঞ্চল প্লাবিত

নিজস্ব প্রতিবেদক:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে কানাইঘাটে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সুরমা নদীর পানি বিপদ সীমার ১১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাহাড়ি ঢলের কারণে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে দিঘীরপাড় পূর্ব, সাতবাঁক, বড়চতুল, রাজাগঞ্জ, ঝিঙ্গাবাড়ী, সদর, লক্ষীপ্রসাদ পূর্ব, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। অনেক রাস্তাঘাট ও বাড়িঘরে পানি উঠে গেছে। মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। বন্যা আতঙ্কে রয়েছেন নদীতীরবর্তী এলাকার লোকজন।

এদিকে পানির প্রবল স্রােতে শুক্রবার সকালে সুরমা নদীতে একটি পাথরবাহী বলগেট নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।

কানাইঘাট নিউজ ডটকম/১২জুলাই ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়