মোশাররফ করিম ও তাহসান খান দুজনেই দেশের জনপ্রিয় অভিনেতা। দুজনকে পর্দায় বরাবরই আলাদা চরিত্রেই দেখা গেছে। এবার একই নাটকে অভিনয় করতে দেখা যাবে তাদের। প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন ‘আশ্রয়’ শিরোনামের একটি ঈদের বিশেষ নাটকে। নাটকটি নির্মাণ করেছেন মাবরুর রশীদ বান্নাহ।
সম্প্রতি টাঙ্গাইলে নাটকটির শুটিং সম্পন্ন
হয়েছে। আকবর হায়দার মুন্নার গল্পে এর পান্ডুলিপি লিখেছেন সেতু আরিফ এবং
নাটকটির কাহিনিচিত্র করেছেন নির্মাতা নিজেই। এই নাটকে আরো অভিনয় করেছেন আরো
দুই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও জাকিয়া বারি মম।
নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ বলেন, অসাধারণ
এক অভিজ্ঞতা অর্জন করেছি এই কাজটি করতে গিয়ে। সময়ের সেরা চার জন অভিনেতা
অভিনেত্রীর প্রথমবার একসঙ্গে স্ক্রিনে, তাদের দুর্দান্ত পারফরমেন্স। সুন্দর
একটা গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। সবাই সবার সেরাটা দিয়ে কাজ করেছেন।
যতটা চেয়েছি তার চেয়েও বেশি পেয়েছি। আমি আমার দিক থেকে সন্তুষ্ট।
নির্মাতা সুত্রে জানা গেছে, এই নাটকটি আসছে
ঈদে বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচারিত হবে। এছাড়াও দেখা যাবে ক্লাব
ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়