Sunday, July 7

ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রেীয় গ্রন্থাগারে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক বোর্ডে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
রবিবার (৭ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাইব্রেরির পিছনের গেটের পাশের কয়েকটি তার থেকে আগুন লেগে ধোঁয়া ছাড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাইব্রেরির কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এতে পুরোপুরি সফল হননি তারা।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। নীলক্ষেত ও গুলিস্তান ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকে লাইব্রেরির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।
ঢাকা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, সকাল ১০টা ৪৫ মিনিট বৈদ্যুতিক বোর্ডে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণ করে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়