Saturday, June 22

পরিবর্তন আসছে ইউটিউবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক 

ভিডিওর নিচে স্ক্রল করলেই এখন কমেন্ট সেকশন দেখা যায়। কিন্তু সে সুযোগ আর থাকছে না। পরিবর্তন করা হচ্ছে ইউটিউবের লেআউট।

নতুন লেআউট তৈরি হলে একই পাতায় কমেন্ট দেখা যাবে না। বাই ডিফল্ট হাইড করা থাকবে। লাইক, ডিজলাইক ও শেয়ার বাটনের পাশে থাকবে কমেন্ট সেকশনটি। কমেন্ট দেখতে চাইলে তাতে ক্লিক করতে হবে।
ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, কমেন্টের জন্য তৈরি হচ্ছে নতুন পেইজ। পরীক্ষামূলকভাবে লেআউটটি বর্তমানে ভারতের ইউটিউব ব্যবহারকারীরাই শুধু দেখতে পারছেন। আপাতত অ্যান্ড্রয়েড ফোনে কমেন্ট হাইড করার ফিচারটি দেয়া হচ্ছে।
ইউটিউবের এক মুখপাত্র জানান, নতুন এই পরিবর্তনের একমাত্র উদ্দেশ্য বিদ্বেষমূলক কমেন্ট নজরের বাইরে রাখা। ওয়াচ পেইজে কীভাবে কমেন্ট দেখাবো তা নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। ব্যবহারকারীদের ইতিবাচক প্রতিক্রিয়া পেলেই ফিচারটি বৃহৎ পরিসরে ছড়িয়ে দেয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়