Thursday, June 13

বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করবে যুবলীগ

আসছে ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বিশাল আকারের বাজেট বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 
নতুন এই বাজেটকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার বিকালে রাজধানীতে আনন্দ মিছিল বের করবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। সংগঠনের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এ তথ্য জানিয়েছেন। 
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিশাল বাজেট ঘোষণা হতে চলেছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে এগিয়ে চলেছে, এটাই তার অন্যতম প্রমাণ। আমরা এ বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল বের করবো। এ জন্য সংগঠনের নেতাকর্মীকে বৃহস্পতিবার বিকাল তিনটার আগেই কাকরাইলে আসার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়