Sunday, June 16

মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক 
নিউজিল্যান্ডে মাঝ আকাশে দু’টি ছোট বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ফলে উভয় বিমানেরই পাইলট নিহত হয়েছেন।
রোববার নর্থ আইল্যান্ডের ম্যাস্টারটন শহরের হুড অ্যারোড্রোম বিমান ঘাঁটির কাছে এ দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, বিমান দু’টির মধ্যে সংঘর্ষের সময় বিকট শব্দের সৃষ্টি হয় এবং আকাশে ভাসমান থাকা অবস্থাতেই সেগুলোতে আগুন ধরে যায়। অতঃপর, বিমান দু’টি মাটিতে আছড়ে পড়ে। 
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। এছাড়া নিহত দুই পাইলটের নামও প্রকাশ করা হয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত দুই পাইলটের আত্মীয়স্বজনদের খোঁজ করছেন তারা। 
ওয়াইরারাপা অ্যারো ক্লাবের মুখপাত্র মাইকেল ও’ডোনেল এ দুর্ঘটনায় তাদের ক্লাবের এক সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তার চালানো বিমানটি স্কাই ডাইভ ওয়েলিংটন নামক একটি প্রতিষ্ঠাণের মালিকানাধীন ছিলো। 
ও’ডোনেল বলেন, ‘এই দুর্ঘটনার ফলে পুরো ক্লাব শোকার্ত। দুর্ঘটনার কারণ জানতে কর্তৃপক্ষের সঙ্গে মিলে আমরা কাজ করছি।’
তিনি আরো বলেন, ‘এরকম ঝড়-বৃষ্টি, কুয়াশাহীন আবহাওয়ায় দু’টি বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা সত্যিই অপ্রত্যাশিত।’
দুর্ঘনার শিকার ওপর বিমান ও সেটির পাইলট সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়