Thursday, June 27

জুলাই থেকে ‘বন্ধ হচ্ছে’ হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক::

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে। তবে এটি শুধুমাত্র কিছু সংখ্যক স্মার্টফোনের ক্ষেত্রে প্রযোজ্য। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ৩০ জুন থেকে বেশ কয়েকটি হ্যান্ডসেটে হোয়াটসঅ্যাপ বন্ধ করতে চলেছে তারা।

প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপকে আপডেট করা হচ্ছে। এর পাশাপাশি বেশ কয়েকটি নতুন ফিচারও যোগ করা হয়েছে৷ যে স্মার্টফোনগুলোতে নতুন সংস্করণ কাজ করবে না সেগুলোতে পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, ২.৩.৭ থেকে পুরানো অ্যান্ড্রয়েড ভার্সন দ্বারা পরিচালিত ফোনগুলো থেকে হোয়াটসঅ্যাপ সাপোর্ট তুলে নেয়া হয়েছে৷ রেহাই পাবে না আইফোনও! আইওএস ৭ দ্বারা পরিচালিত যন্ত্র ও আইফোন ত্রিজিএসেও ফেব্রুয়ারি ২০২০-র মধ্যে বন্ধ করে দেয়া হবে হোয়াটসঅ্যাপ সাপোর্ট।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়