Monday, June 3

টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক::

চলছে ক্রিকেটের মহাযজ্ঞ আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসর। টুর্নামেন্টের পঞ্চম দিন একমাত্র ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তান।

টস পর্ব জেতার পর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। নটিংহ্যামের ট্রেন্টব্রীজে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এবং বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় আজকের খেলা শুরু হবে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা করেছে ইংল্যান্ড। তারা এতটাই নির্ভার যে ম্যাচ জয়ের পরদিন গলফ খেলে কাটিয়েছে।
ব্যাট বল দুই বিভাগেই দুর্দান্ত খেলা ইংল্যান্ড এই ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে সহজ জয়ের লক্ষ্যে নামবে। নিজেদের শেষ ৫ ম্যাচের ৫টিতেই জিতেছে তারা। 
অন্যদিকে পাকিস্তান ক্রিকেট দল যেনো অকূল সমুদ্রে ভাসমান তরী । একটানা ১২ ম্যাচে জয়হীন থাকা পাকিস্তান খুব করে জয় পেতে চাইবে।
কোন ম্যাচেই অধিনায়ক সরফরাজ আহমেদের কোন প্ল্যান ক্লিক করেনি। ব্যাটে হালকা রান আসলেও বোলিং সাইডের অবস্থা তথৈবচ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে বড় পরীক্ষাই দিতে হবে তাদের। 
দুই দলের ব্যাটিং এপ্রোচে আছে ভিন্নতা। মানসিক অবস্থার দিক থেকেও দু’মেরুতে আবস্থান তাদের। ইংল্যান্ড চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে, পাকিস্তান চাইবে অধরা জয়ের দেখা পেতে । 
ইংল্যান্ডের একাদশ
জেসন রয়, জো রুট, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান (অধিনায়ক),  বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, মার্ক উড, জোফরা আর্চার, আদিল রশিদ।
 
পাকিস্তানের একাদশ 
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শোয়েব মালিক, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলী।
 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়