Saturday, June 1

বোরিসকে সমর্থনের কথা জানালেন ট্রাম্প

ডেস্ক নিউজ:

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী বোরিস জনসনকে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আসন্ন যুক্তরাজ্য সফরের আগে বৃটিশ সংবাদমাধ্যম দ্য সান’কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মনে করেন বোরিস জনসন বৃটেনের প্রধানমন্ত্রী হিসেবে খুবই ভালো করবেন। সে খুবই মেধাবী লোক। এ ছাড়া বৃটিশ কনজারভেটিভ পার্টির নতুন প্রধান হিসেবেও সে চমৎকার এক অপশন হবেন।
অন্যান্য প্রার্থীদের প্রসঙ্গে টাম্প বলেন, অন্যরাও তার কাছে সমর্থন চেয়েছেন। তিনি যে কাউকেই সাহায্য করতে পারেন। সবাইকেই তিনি সমর্থন করেন।
ট্রাম্প এমন সময়ে এ মন্তব্য করলেন যখন বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদও নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অংশগ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন, শর্তহীন ব্রেক্সিট হলেও তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়তে প্রস্তুত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়