Monday, June 10

নরসিংদী-৩ আসনের সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

নিউজ ডেস্ক:
নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১০ জুন) সকাল ১০টা থেকে সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য  বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৬ মে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম চিঠি পাঠিয়ে সিরাজুল ইসলাম মোল্লাকে তলব করেন। ১০ জুন জিজ্ঞাসাবাদের জন্য সিরাজুল ইসলামকে দুদকে হাজির হতে বলা হয়েছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়