Thursday, May 2

কানাইঘাটে নদীতে ডুবে যাওয়া যুবকের খোঁজ মেলেনি

নিজস্ব প্রতিবেদক:
গত বুধবার সকালে কানাইঘাট লোভা নদীতে পাহাড়ী ঢলে ভাসমান গাছ ধরতে গিয়ে নিখোঁজ প্রবাস যাত্রী হারুন রশিদের সন্ধান বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে তার সলিল সমাধি ঘটেছে।

উপজেলার উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের মৃত সৈয়দ হোসেনের পুত্র হারুন রশিদ গত বুধবার ভোর সকাল ৭ টায় ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লোভা নদীতে ভাসমান গাছ ধরার জন্য পানির স্রোতে নেমে পড়ে। তীব্র স্রোতের কারণে সে পানির তুড়ে তলিয়ে যায়।

এর পর থেকে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ৬ মে সৌদি আরবে যাওয়ার কথা ছিল নিখোঁজ হারুন রশিদের। কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার পর তাকে এখনো পর্যন্ত জীবিত অথবা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ হারুনের বাড়ীতে চলছে শোকের মাতম।

কানাইঘাট নিউজ ডটকম/০২ মে ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়