Thursday, May 2

'ফণী' মোকাবেলায় কানাইঘাট উপজেলা প্রশাসনের জরুরী বার্তা

কানাইঘাট নিউজ ডেস্কঃ
ঘূর্ণিঝড় 'ফণী'ঝড় ও বন্যা  মোকাবেলায় সবাইকে নিম্নোক্ত বিষয় সমূহ মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে কানাইঘাট উপজেলা প্রশাসন।

১. ধান কাটা এখনোও বাকি থাকলে দ্রুত ধান কেটে ফেলতে হবে ,এবং ফসল কাটা শেষ না হওয়া পর্যন্ত পাথর কোয়ারির শ্রমিকদের কাজ বন্ধ রাখা।

২.সুরমা ও লোভা ডাইকের পার্শ্ববর্তী বাজার বা বাড়িতে রাত্রি যাপন না করা, প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া।

৩. নলকূপের মুখ বন্ধ করে রাখা যাতে করে বন্যার পানি নলকূপের ভিতর প্রবেশ করতে না পারে এবং বন্যা পরবর্তী সময়ে বিশুদ্ধ পানি পাওয়া যায়। 

৪.শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা।

৫. পর্যাপ্ত সংখ্যক ভলান্টিয়ার টিম গঠন ।

৬. পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও বিশুদ্ধ পানি মজুদ রাখা।

৭. জরুরি ঔষধ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি, দিয়াশলাই, মজুদ রাখা। 

৮. গবাদি পশুর আশ্রয়স্থল নির্ধারণ করে রাখা। 

৯. কাচা ঘরে অবস্থান করা থেকে বিরত থাকা। 

১০. পাহাড়ের পাদদেশে নির্মিত ঘর এ বসবাস না করা। 

এছাড়াও যেকোনও জরুরী প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ,মোবা: ০১৭৩০-৩৩১০৩৮,অথবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,মোবা:- ০১৭০০-৭১৭১০৫  নাম্বারে ফোন কলের মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/ ০২ মে ২০১৯ ইং


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়