Monday, May 6

কানাইঘাটে ট্রলির ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের চতুল-বড়বন্দ সড়কের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গত রবিবার(০৫মে) রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল ও ট্রলি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৩মোটরসাইকেল আরোহী গুরতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে মোটরসাইকেলের চালক ফাহিমের পা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ ও তার সাথে থাকা অপর ২ জন আরোহী  সুইট চৌধুরী ও শুভ কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


কানাইঘাট থানা পুলিশ দূর্ঘটনার সংবাদ পেয়ে আজ সোমবার সকালে থানার এসআই সুরঞ্জিত তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে দূর্ঘটনা কবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল ও ট্রলি গাড়ি উদ্ধার করেন।


জানা যায়, চতুল-বড়বন্দ সড়কের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রবিবার রাত সাড়ে ১২ টার দিকে মোটরসাইকেল ও ট্রলি গাড়ির মধ্যে মুখামুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক সিলেট শহরের শিবগঞ্জ এলাকার ফাহিম তার সাথে থাকা আরোহী জৈন্তাপুর উপজেলার-কান্দিগ্রামের শুভ, কানাইঘাটের দূর্গাপুর দক্ষিণ গ্রামের সুইট চৌধুরী গুরুতর আহত হন।


এ ৩ জনের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম থাকলেও চালক ফাহিমের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।


জৈন্তাপুরের চামটি গ্রামের ট্রলি চালক কামরুলের সাথে এ দূর্ঘটনা ঘটে। 


আহতদের পরিচয় নিশ্চিত হয়ে এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ সূত্রে জানা গেছে।

কানাইঘাট নিউজ ডটকম/০৬মে ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়