Saturday, May 25

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নেই: জাপা

নিউজ ডেস্ক:

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন বলেছেন, দেশে কিছুতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। 

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনা থানা জাপার উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
মিলন বলেন, মানবদেহে ক্ষতিকর এমন দ্রব্য হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাজারে পাওয়া যাচ্ছে। যা সরকারকে কঠোর হাতে প্রতিহত করতে হবে। আর যারা বিক্রি করছেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। 
তিনি বলেন, সরকারের যদি কঠোর নজরদারি থাকতো তাহলে রমজান এলেই অসৎ ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়াতে সাহস পেতো না। সারা পৃথিবীতে রমজান এলে দ্রব্যমূল্যে ভর্তুকি দেয় ব্যবসায়ীরা। অথচ আমাদের দেশেই রমজান এলে দেশের মানুষকে জিম্মি করে খাদ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে ব্যবসায়ীক ফায়দা লুটে।
সভায় মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, কেন্দ্রীয় নেতা খোরশেদ আলম খুশু, মাহবুবুর রহমান খসরু, শামীমুল ইসলাম তারা প্রমুখ।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়