Saturday, May 18

ঈদের দিনে হানিফ সংকেতের ‘ভুল ভাঙ্গাতে ভুল করা’

কানাইঘাট নিউজ ডেস্ক:

প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। হানিফ সংকেতের নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। একটি পারিবারিক গল্প নিয়ে রচিত তার এবারের ঈদের নাটকের নাম ‘ভুল ভাঙ্গাতে ভুল করা’। 

এই নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, সাঈদ বাবু, কে এস ফিরোজ, মাসুদ আলী খান, শেলী আহসানসহ আরো অনেকে।
জানা গেছে, এই নাটকটি ঈদের দিন রাত ০৮:৩০ মিনিটে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় সম্প্রচারিত হবে।
এদিকে, এবারের ঈদের বিশেষ ইত্যাদিতে দর্শকপ্রিয় চার অভিনয় তারকাকে নিয়ে একটি বিষয় ভিত্তিক গান ও নৃত্য থাকবে। এই পর্বটিকে প্রাণবন্ত করেছেন জনপ্রিয় চিত্রতারকা ফেরদৌস, পূর্ণিমা ও এই প্রজন্মের সিয়াম এবং পূজা চেরী। 
এই পর্বের জন্য প্রেম বিষয়ক জনপ্রিয় দু’টি লোকসঙ্গীতের সমন্বয়ে কিছু নতুন কথার সংযোজনে ভিন্ন আঙ্গিকের একটি নতুন গান করা হয়েছে। সঙ্গীত পরিচালনা করেছেন মেহেদী। বেশ কিছু তরুণ গায়ক-গায়িকার কে কাজ লাগিয়ে এই গানটিও তৈরী করেছেন হানিফ সংকেত নিজেই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়