নিউজ ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বের সবচেয়ে বড় অভিনেতা বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
শুক্রবার ভারতের উত্তর প্রদেশের একটি নির্বাচনী সভায় নরেন্দ্র মোদিকে আক্রমণ করে প্রিয়াঙ্কা গান্ধী এ কথা বলেন। খবর- এনডিটিভি।
ওই সময় প্রিয়াঙ্কা বলেন, নরেন্দ্র মোদি
বিশ্বের সবচেয়ে বড় অভিনেতা। তার চেয়ে আপনারা অমিতাভ বচ্চনকে ভোট দিলেই
পারতেন। আপনাদের জন্য দুজনের কেউই কিছু করতেন না।
দীর্ঘদিন ধরেই গান্ধী নেহেরু পরিবারের সঙ্গে
বচ্চন পরিবারের সম্পর্ক খুবই ভালো ছিল। আর সেই সূত্র ধরেই রাজনীতিতে
প্রবেশ করেন অমিতাভ। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর সাধারণ
নির্বাচনে কংগ্রেসের তিনি প্রার্থী হন। তখন গোটা দেশেই দারুণ ফল করে
কংগ্রেস। বিরোধীদের হারিয়ে দিল্লির ক্ষমতা পান রাজীব।
পরে বোফর্স কাণ্ড সামনে আসার পর দুই
পরিবারের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এই কাণ্ডের নাম জড়ালে এমপি
পদ থেকে ইস্তফা দেন অমিতাভ।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়