Wednesday, May 1

কানাইঘাটে নদীতে লাকড়ি ধরতে গিয়ে যুবক নিখোঁজনিজস্ব প্রতিবেদক:

কানাইঘাটে লাকড়ি ধরতে গিয়ে নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।


আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের লোভাছড়া নদীর(কুকু বাড়ি)নামক স্থানে এ ঘটনা ঘটে।


নিখোঁজ যুবকের নাম হারুন রশীদ (২০)। তিনি ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের মৃত সৈদন হুসেনের ছেলে।


হারুন রশীদের সম্পর্কের ফুফাতো ভাই জাবেদ আহমদ কানাইঘাট নিউজকে জানান, বুধবার সকালের দিকে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের সাথে নেমে আসা লাকড়ি সংগ্রহ করতে অন্যান্যদের সাথে হারুন নদীতে যায়।
 

লাকড়ির সংগ্রহের একপর্যায়ে সে নদীতে পড়ে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ হারুনের কোন সন্ধান পাওয়া যায়নি।


এ ব্যাপারে ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের চেয়ার‌্যমান জেমস লিও ফারগুসন নানকার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,নিখোঁজের বিষয়টি আমি কানাইঘাট থানা এবং ইউএনওকে অবগত করেছি।

কানাইঘাট নিউজ ডটকম/০১মে ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়