Friday, April 12

জয়পুরহাটে বাস খাদে পড়ে নিহত ৮

কানাইঘাট নিউজ ডেস্ক:

জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় শুক্রবার দুপুরে বাস খাদে পড়ে ৮জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ২১ জন।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী বাসটি বানিয়াপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন শিশু ও পাঁচ নারী নিহত হন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়