Saturday, April 20

ঝিনাইদহে চার পা বিশিষ্ট মুরগির সন্ধান

কানাইঘাট নিউজ ডেস্ক:
ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের মুরগি ব্যবসায়ী শাহাদৎ হোসেনের দোকানে চার পা বিশিষ্ট একটি সোনালি মুরগির সন্ধান মিলেছে।
শনিবার শহরের হামদহ এলাকার আব্দুল ওহাবের ফার্ম থেকে কেনা অন্যান্য মুরগির সঙ্গে এটি কিনে আনেন শাহাদৎ।
কিনে আনার পর দেখেন, ৫০০ গ্রাম ওজনের এই সোনালি মুরগিটির চারটি পা। মুরগির পেছনে লেজের গোড়া দিয়ে স্বাভাবিক পায়ের মতোই আরও দুটি পা গজিয়েছে। এই অস্বাভাবিক পা দুটি নিয়েও এটি দিব্যি চলাফেরা করতে পারে।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, ভ্রূণ অবস্থায় ডিমের মধ্যে যখন বাচ্চা বড় হয়, তখন এমনটি হয়। এই অস্বাভাবিক প্রক্রিয়াকে বলে 'ভ্রূণ অবস্থার অপবৃদ্ধি। তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার একটি অঞ্চল আছে, যেখানে গরুর ছয় পা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়