নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাহানের বিরুদ্ধে জমজমাট ভাবে অবৈধ বালু ব্যবসা করার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানিয়েছেন, দেড় মাস থেকে কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাহান পৌরসভার বর্জ্য বহনকারী ট্রাক দিয়ে সুরমা নদীর ভাঙ্গন কবলিত রামপুর ও পত্রনবিশের মাটির গ্রামের পাশ থেকে শ্রমিক দ্বারা কয়েকটি ট্রাক দিয়ে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদের পাশাপাশি বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন।
স্থানীয় লোকজনের এমন অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে কাউন্সিলর জাহান কর্তৃক অবৈধভাবে সুরমা নদী থেকে বালুন উত্তোলন করে বিক্রি এবং রামপুর গ্রামের প্রাইমারী স্কুল ও তার বাড়ী সহ কয়েকটি স্থানে বালু মজুদের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
গত রবিবার সুরমা নদীর খেয়াঘাট এলাকায় অবৈধভাবে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি কর্তৃক ট্রাক দিয়ে বালু উত্তোলনের সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং সেখানে অভিযান চালালে কাউন্সিলর জাহান এ সংবাদ পেয়ে বালু উত্তোলনের ট্রাকগুলো অন্যত্র সরিয়ে ফেলেন।
স্থানীয় এলাকাবাসী জানান, তারা বালু উত্তোলনের বিষয়টি কাউন্সিলর জাহানের কাছে জানতে চাহিলে তিনি তাদের কে বলেন, পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলছে বিধায় তিনি বালু উত্তোলন করছেন, এব্যাপারে কাউকে নাক না গলানোর জন্য শাসান।
তাদের অভিযোগ পৌরসভার নাম ব্যবহার করে প্রায় দেড় মাস ধরে কয়েকটি ট্রাক দিয়ে শ্রমিক লাগিয়ে বালু উত্তোলন করে বিক্রি ও মজুদ করে আসছেন এ কাউন্সিলর।
অবৈধভাবে পৌরসভার ট্রাক ব্যবহার করে সুরমা নদী থেকে বালু উত্তোলনের ব্যাপারে কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাহানের সাথে কথা হলে তিনি সুরমা নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার জন্য পৌর কর্তৃপক্ষের অনুমতিক্রমে তিনি পৌর সভার ট্রাক দিয়ে বালু উত্তোলন করেছেন। বালুগুলো রাস্তার কাজে লেগেছে। বালু বিক্রির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ট্রাকের তেল খরচ বহনের জন্য কয়েক গাড়ী বালু তিনি বিক্রি করেছেন। জাহান বলেন শুধু আমি বালু উত্তোলন করিনি আরো অনেকে বালু উত্তোলন করছেন। বিভিন্ন স্থানে বালু মজুদের বিষয়টি জানতে চাহিলে তিনি বলেন বালুগুলো পৌরসভার কাজে লাগবে।
স্থানীয় সচেতন মহল অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি এবং মজুদের ঘটনায় তদন্ত পূর্বক কাউন্সিলর জাহানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
কানাইঘাট নিউজ ডটকম/০১ এপ্রিল ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়