Tuesday, March 26

ফাইভজি ফোনের ছাড়পত্র পেয়েছে অপো

কানাইঘাট নিউজ ডেস্ক:

চীনের স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অপো ফাইভজি সমর্থিত ফোনের ছাড়পত্র পেয়েছে। অপো জানায়, ইন্টারন্যাশনাল কর্পোরেশনের ফাইভজি সিই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, তাদের এই ছাড়পত্রের ফলে ইউরোপের বাজারে ফাইভজি যন্ত্রপাতি সরবরাহ এবং ফোন সরবরাহে কোনো বাধার সম্মুখীন হতে হবে না। কারণ, এটি এমন একটি ছাড়পত্র যার ফলে ইলেক্ট্রোম্যাগনেটিক যন্ত্রপাতি, স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে ইউরোপীয় বাজারে অপোর ফোর সঙ্গতিপূর্ণ বলে উঠে এসেছে।
গত মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিজেদের প্রথম ফাইভজি ফোন উন্মুক্ত করে অপো। এরপর সেটি সিটিসির অনুমোদন পায়। অপো মধ্যপ্রাচ্যের বাজারকে লক্ষ্য করে ফাইভজি নিয়ে কাজ করছে। কারণ, ইতোমধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ফাইভজি প্রযুক্তিতে তাদের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়