Thursday, March 21

কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের 'এসিডি'র অভিনন্দন

কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে অভিনন্দন জানিয়েছেন 'এসিডি'র নেতৃবৃন্দ। 

এক বিবৃতিতে এসোসিয়েশন ফর ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট(এসিডি) চেয়ারম্যান বদর উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমদ নব-নির্বাচিত  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকীর এবং মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগমকে অভিনন্দন জানিয়েছেন তারা।

তার আশাবাদী যে, নতুন বিজয়ীদের নেতৃত্বে ও  গতিশীল দিকনির্দেশনায় কানাইঘাট উন্নয়নের ক্ষেত্রে দ্রুতই এগিয়ে যাবে।

বিশেষ করে কানাইঘাটে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ অবকাঠামোর বিস্তার ও উন্নয়ন, চিত্তবিনোদনের ব্যবস্থা তথা খেলাধুলার মাঠ স্থাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা,সন্ত্রাস-মাদক-দূর্নীতি মুক্ত সমাজ গঠণসহ আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি 'আলোকিত কানাইঘাট' বিনির্মাণে আপনারা  বলিষ্ঠ ভূমিকা পালন করে যাবেন বলে তার আশাবাদী।

কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/২১ মার্চ ২০১৯ ইং 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়