Wednesday, February 20

কানাইঘাটে ৩ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল


নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কালে ৩ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সিলেটের জেলা প্রশাসক ও নির্বাচন রির্টানিং অফিসার কাজী এমদাদুল হক।

বুধবার জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে জেলা নির্বাচন রির্টানিং অফিসার ২৫০ ভোটারের স্বাক্ষরিত তালিকা যাচাই করে ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম, হাকিম রাব্বানী চৌধুরী ও মনোনয়নপত্রে ভুল তথ্য প্রদান করায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খাদিজা বেগমের মনোনয়নপত্র   বাতিল ঘোষনা   করা   হয়েছে  বলে   নির্বাচন অফিস   সূত্রে জানা  গেছে।
মনোনয়নযাচাই-বাছাই কালে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্জ আব্দুল মুমিন চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঁতবাক ইউনিয়নের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান   আলহাজ্জ  মোস্তাক আহমদ পলাশ,   কেন্দ্রীয় ছাত্রলীগের   সাবেক   ধর্মবিষয়ক সম্পাদক আবুল খায়ের চৌধুরী ও বাংলাদেশ ন্যাপ (ভাষানী) দলের প্রার্থী সাংবাদিক এহসানুল হক জসীমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রির্টানিং অফিসার। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক শাহীন আহমদ, ছাত্রলীগ নেতা এমাদুর রহমান, জমিয়তে উলামায়ে নেতা মাও: আব্দুল্লাহশাকীর, স্বেচ্ছা সেবকলীগ নেতা আব্দুল ওয়াদুদ দুদুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়ায় আপিল করবেন বলে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খাদিজা বেগম জানিয়েছেন। তিনি   বলেন,   মনোনয়ন   পত্র   জমা   দেওয়া   স্কুল   সার্টিফিকেট   ভুল   হওয়ায়   তাহা   তিনি   আপিলে সংশোধন করে নিবেন। 
জানা গেছে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দেরীতে মনোনয়ন পত্র দাখিল করায় বাতিল হয়ে যাওয়া প্রভাতী রানী দাস বুধবার জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাই কালে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খাদিজা বেগমের মনোনয়ন পত্রের হলফ নামায় স্কুল সার্টিফিকেট জ্বাল ও প্রেরিত ভোটার তালিকা স্বাক্ষর জ্বালিয়াতির অভিযোগএনে জেলা নির্বাচন রির্টানিং অফিসার কাজী এমদাদুল হকের বরাবরে খাদিজা বেগমের মনোনয়নপত্র বাতিল করার জন্য দরখাস্ত দাখিল করেন
কানাইঘাট নিউজ ডটকম/২০ ফেব্রুয়ারি ২০১৯ইং


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়