Thursday, February 28

বিশেষ বার্তা নিয়ে পাকিস্তান আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক:

পাকিস্তান ও ভারতের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশেষ বার্তা নিয়ে পাকিস্তান আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদিল আল জুবায়ের।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশী। -খবর আরব নিউজে’র 
তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান সরকার একটি সুন্দর কূটনৈতিক পলিসি অবলম্বন করেছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আমাদের কূটনৈতিক তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। সংকটের শুরু থেকেই আমরা শান্তি ও নিরাপত্তার আহ্বান জানাচ্ছি।
সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদিল আল জুবায়েরের সঙ্গে বুধবার রাতে কথা হয়েছে জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি পুরো বিষয়টি জেনেছেন। চলমান উত্তেজনা নিরসনে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশেষ বার্তা নিয়ে তিনি পাকিস্তান আসার ইচ্ছে পোষণ করেন, আমি তাকে সাদর আমন্ত্রণ জানিয়েছি।
এর আগে গেল ১৮ ফেব্রুয়ারি পাকিস্তান সফরে এসেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সফরে পাকিস্তানে বড় অংকের বিনিয়োগসহ নানান সহযোগিতার ঘোষণা দেন তিনি।
এসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, সৌদি আরবে আমাকেই পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে বিবেচনা করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়